
কেয়ামত
4- https://www.rokomari.com/book/124107/keyamot
Our Availability
Pyments Methods
Business Overview
বই সম্পর্কে কিছু কথা :
সমস্ত প্রশংসা ও যাবতীয় কৃতজ্ঞতা একমাত্র আল্লাহ তায়ালার জন্য, যিনি প্রকাশ্য-অপ্রকাশ্য অসংখ্য নেয়ামত দ্বারা আমাদেরকে সম্মানিত করেছেন। এ সকল নেয়ামতের মধ্যে সর্বোত্তম হলাে শ্রেষ্ঠ মানব রাসূলুল্লাহ সা. কে নবী হিসেবে আমাদের মাঝে প্রেরণ করা। রাসূল সা. আমাদেরকে কেয়ামত ও মৃত্যুপরবর্তী বিভিন্ন অবস্থা যেমন, হাশর-নাশর, হিসাবনিকাশ, জান্নাত-জাহান্নাম ইত্যাদি সম্পর্কে সংবাদ দিয়েছেন এবং সতর্ক করেছেন। সুতরাং রাসূল সা. আমাদেরকে পরকালের কষ্ট ও দুর্ভাগ্য থেকে মুক্তি এবং চিরসুখ ও সৌভাগ্য লাভের মাধ্যম জানিয়েছেন। আর কেয়ামতের ছােট-বড় আলামতসমূহ সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন । একবার আমি তৈমুর বংশের সম্মানিত ও জ্ঞানী আমিরদের মজলিসে কেয়ামত সম্পর্কে একটি বক্তব্য প্রদান করি। তাতে তারা বেশ আপ্লুত হয় এবং বয়ানটি লিপিবদ্ধ করার অনুরােধ জানান। অনুরােধ রক্ষার্থে আমি লিখতে শুরু করি। সেই লেখা অনেকে দেখে ভালাে লাগা প্রকাশ করেন এবং লেখাটি সমাপ্ত করার জন্য জোর আবেদন জানান। উক্ত অনুরােধ ও আবেদনই আমার এ পুস্তক রচনার মূল প্রেরণা।